Sunday, June 30, 2013

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে মিকাইল ফেরেশতাও রাজাকারী শুরু করেছে

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে মিকাইল ফেরেশতাও রাজাকারী শুরু করেছে। গত পাঁচ বছরে পুরো সিটি কর্পোরেশন এলাকার কোন রাস্তাঘাট-ড্রেন মেরামত না হওয়ায় এই বৃষ্টিতে সকল রাস্তা নৌকা চলাচলের উপযোগী হয়ে গেছে। সমস্যা হলো আজমতউল্লা সাহেবের জন্য এখন কেউ ভোট চাইতে যাবারও সাহস পাচ্ছে না। ওরাও জানে এই অবস্থায় ভোট চাইলে ত্যক্ত-বিরক্ত লোকজন মারধোর শুরু করতে পারে।

হাতে পায়ে ধরেও হেফাজতের মন গলাতে না পেরে পুরোপুরি বেদিশা অবস্থায় সংবাদ শিরোনাম, "জাহাঙ্গীরকে আবারো ডাকলেন প্রধানমন্ত্রী"।

খুদা বাঁচানেওয়ালা! গতবার তো এ্যাপোলো হাসপাতালে পাওয়া গেছিলো, এইবার কোন হাসপাতালে পাওয়া যায় আল্লাহ মালুম!
- by default ei posto onner!! 

No comments:

Post a Comment

AddThis

Bookmark and Share
Free links website directory for webmasters.