প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে সরকার তাদের প্রার্থী আজমত উল্লাহকে বিজয়ী করার জন্য যে কোনো ঘটনা ঘটাতে পারে । ইতিমধ্যে সরকার নির্বাচনে কারচুপি করার জন্য নানা তৎপরতা শুরু করেছে । শুরু হয়েছে অবৈধ অস্ত্রের ঝনঝনানি । তাই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সেনা বাহিনী মোতায়েনের দাবী জানিয়েছেন ১৮ দল সমর্থিত মেয়র প্রার্থী অধ্যাপক এম এ মান্নান। নির্বাচন সুষ্ঠু হলে চার সিটির মত গাজীপুর সিটিতে মহাজোটের প্রার্থীর ভরাডুবি হবে। গাজিপুরের ফলাফল ছিনিয়ে নেয়ার আওয়ামী সরকারর ঘৃন্য কোন উদ্যোগই সফল হবে না । জনগন বিএনপি সমর্থিত প্রার্থী অধ্যাপক এম এ মান্নানের টেলিভিশন প্রতীকের পক্ষে নীরব ভোট বিপ্লব ঘটাবে । গত ১৭ বছরে টঙ্গীতে উন্নয়নের নামে যে লুটপাট ও দুর্নীতি হয়েছে, আসন্ন সিটি নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে এর সমুচিত জবাব দেবে। সুষ্ঠু নির্বাচন হলে নবগঠিত গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র হিসেবে বিএনপি সমর্থিত প্রার্থী ১ লাখের বেশি ভোটের ব্যবধানে জয়ী হবে (ইনশাল্লাহ্ )।
----- As usual all content you read here are all collected ones, none are from my brain ----
No comments:
Post a Comment